আইনের সেবা থেকে কোন মানুষ যেন বিতারিত না হয়- হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আইনের শাষন প্রতিষ্ঠায় এ সরকারের নানা মুখী পদক্ষেপ উল্লেখ করে বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শাষন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত মানুষকে সঠিক বিচার দিতে নানাপদক্ষেপ গ্রহন করেছেন। এ দেশে আগে বিচার হত না। এতিমদের অর্থ লুটপাট হতো। দেশের জনগনের টাকা লুটপাট করে লুটেরারা আনন্দ উৎসব করতো।

আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এতিমদের অর্থ আত্মসাত কারীদের বিচার হয়েছে। এখন তারা কারাগারে রয়েছে। এ সরকারের মুল লক্ষই মানুষ যেন সঠিক বিচার পায়। এ লক্ষ নিয়ে আইনজীবীদের কাজ করতে হবে। আইনের সেবা থেকে মানুষ যেন বিতারিত না হয়। ১৪ আগষ্ট মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক জুগলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী সাবেক এমপি, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. আব্দুস ছালাম আমান জিপি, এ্যাড. মীর ইউসুফ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক এ্রাড. সারওয়ার হোসেন বাবু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এ্যাড. হামিদুল ইসলাম, এ্যাড. সইলেন কান্তি, এ্যাড. নয়ন, এড. সলিমুল্লাহ, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন প্রমুখ।