আত্মহননকারী দুই শিক্ষার্থী স্বরনে ইবিতে শোকসভা

ইবি প্রতিনিধি: গত বৃহস্পতিবার (৯ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় নিহতদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহত দুই শিক্ষার্থীর নিজ বিভাগ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে সোমবার (১৩ আগস্ট) বিভাগের শ্রেণীকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি মো: সুতাপ কুমার ঘোষের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক মো: আব্দুস শাহীদ মিয়া, বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো: রুহুল আমিন, সহকারী অধ্যাপক মো: বখতিয়ার হাসান, সহকারী অধ্যাপক মো: আব্দুল হালিম, সহকারী অধ্যাপক স য় কুমার সরকার, নিহতদের অভিভাবকবৃন্দ ও উক্ত বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

শোকসভাটি পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী ফাহাদ হোসেন ও মাহমুদুর রহমান রাব্বি। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, নিয়ত পরিবর্তনশীল প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ায় হলো সত্যিকারের শিক্ষা। আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সত্যিকারের শিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে চাই যেন তারা জীবনে এমন ভূল পদক্ষেপ গ্রহন না করে।

তিনি বলেন, আমরা প্রতিটি বিভাগে আনুপাতিক হারে নারী শিক্ষক নিয়োগ দিতে চাই যেন বিশেষকরে ছাত্রীরা তাদের সমস্যাগুলো এসব শিক্ষকদের কাছে তুলে ধরতে পারে।