কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন – ডঃ মহিউদ্দিন খান আলমগীর

সাইফুল ইসলাম (সুমন), কচুয়া: কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। শনিবার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, পালাখাল মডেল ইউপির চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রাসেল, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রধান শিক্ষিকা জেসমিন সুলতানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র নাজমুল আলম স্বপন, জেলা পরিষদের সদস্য রওনত আরা রত্না, মেঘদাইর মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম গোলাম মোস্তফা, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানে শিক্ষক দুলাল চন্দ্র, যুবলীগের সম্পাদক মাসুদুর রহমান বাবুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি আব্দুল মান্নান মনু, জহির মেম্বার উপস্থিত ছিলেন।