কুড়িগ্রামে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌর এলাকার বস্তিতে নন্দিত অনুসন্ধানের মাধ্যমে ভালো শিখন সম্প্রসারণ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টেরেডেস হোমস ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) রফিকুল ইসলাম সেলিম।

পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজিনা খাতুন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.এটিএম আনোয়ারুল হক প্রামাণিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, পারস্পারিক শিখন কর্মসূচি জাতীয় সমন্বয়কারী (এনআইএলজি) ঢাকা সেলিম ভূইয়া এবং ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার মতিউর রহমান প্রমুখ।

ম্যাক্স ভ্যালু ফর ওয়াশ ইন আরবান স্লাম প্রজেক্টের মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২টি বস্তির ২৭টি কমিউনিটি সাপোর্ট গ্রুপে ৩১হাজার ৪৬৫জন সুবিধাভোগীকে বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে।

পৌর এলাকার দারিদ্র জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন, টেকসই জীবিকা, উত্তম বাসযোগ্য পরিবেশ এবং মৌলিক সেবা সহজলভ্য করার জন্য ম্যাক্স ফাউন্ডেশন, নেদারল্যান্ডস ও ইএসডিও প্রকল্প ৩বছর মেয়াদি কার্যক্রম হাতে নেয়।

প্রকল্প চলাকালিন ইএসডিও ২২টি বস্তিতে ১৭টি ক্লাস্টার পাইপ লাইন স্থাপন, ১৩৬১টি ল্যাট্রিন,নতুন নলকূপ-৪৪টি, রিপিয়ার নলকূপ-৪৪টি,এবং ৫৫০০ হাত ধোঁয়ার ম্যক্সি বেসিন স্থাপন করে। দিনব্যাপি কর্মশালাটি কুড়িগ্রাম পৌরসভার সহায়তায় ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশন,দ্য নেদারল্যান্ডস করে।