চট্টগ্রাম সীতাকুণ্ডে দু’ভাই খুনের ঘটনায় ৫৪ জনকে আসামী করে মামলা

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম সীতাকুণ্ডে যুবলীগ কর্মী দুই ভাই খুনের ঘটনায় ৩৪ জন এজাহার নামীয় আসামিসহ মোট ৫৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহত দুই ভাইয়ের বড় ভাই মোঃ সেলিম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান।

সোমবার (২৭ আগষ্ট) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উদযাপন শেষে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে মহালংকা যাওয়ার সময় বড়দারোগারহাট এক্সেল রোড এলাকায় তাদের উপর প্রতিপক্ষ গ্রুপ হামলা করলে এ ঘটনায় রমজান আলী খোকন নামের এক যুবলীগ নেতা নিহত হয়। এতে আহত হয় আরো চারজন।

পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রমজান আলীর ছোট ভাই ছাত্রলীগ নেতা সিজানও মারা যায়। মঙ্গলবার বিকালে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজাতে চট্টগ্রাম (৪) সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।