চীনের পথে ইবির ৬ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি: চায়না কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প ২০১৮” যোগদানের উদ্দেশ্যে চীনে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এজুকেইশন এন্ড রিসার্স (আইআইইআর) পরিচালিত চাইনিজ ভাষা কোর্সের ৬ শিক্ষার্থী। কনফুসিয়াস ইনস্টিটিউট ও চীনা সরকারের অর্থায়নে, চীনের ইউনান প্রদেশে আগামী ৩ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে অংশগ্রহণকারীরা একাধিক সেমিনারে অংশগ্রহণসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এদিকে সোমবার (১৩ আগস্ট) সকালে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনে যাত্রাকারী ৬ শিক্ষার্থী। সাক্ষাতকালে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলীর উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে। আশা রাখি তোমাদের আচার-আচরণ ও কর্মকান্ডে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে।

তিনি বলেন, চীন-বাংলাদেশ দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্ক আরো বৃদ্ধি করতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে ক্যাম্পে যোগদানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় বাংলাদেশ ও চীন সরকারকে ধন্যবাদ জানান ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, ক্যাম্প থেকে তোমরা যে অভিজ্ঞতা অর্জন করবে, তোমাদের সেই অভিজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, তোমাদের এই যাত্রা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বড় অধ্যায় হয়ে থাকবে।
জানা যায়, চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী হলেন নওরাজ রহমান রুপম, মোঃ মাহফুজুর রহমান মোল্লা, এনায়েত করিম, সৌরভ হোসেন, মোঃ নাজমুল হোসেন ও ওয়াসিম-আল-আকসা।

উল্লেখ্য, গত বছর শিক্ষাবৃত্তি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বর্তমানে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।