জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ ছাত্রলীগ, চীন শাখা। সংগঠনের সভাপতি ডা. কাজী নাঈমের তত্ত্বাবধানে শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর কাজী বাড়িতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ৯ জন ডাক্তার প্রায় ৩’শ রোগীকে সেবা দান করেন। ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, ইউপি-চেয়ারম্যান মোঃ ইকবাল গাজী, সরকারি বঙ্গবন্ধু কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল মেজর নূরুল ইসলাম সরদার ও লে. ইঞ্জিনীয়ার মোঃ রহমত উল্যাহ (জীবন), ডা. ইসরাত জাহান, ডা. প্রিয়াঙ্কা খান, ডা. সুরাইয়া আলী শান্তা, ডা. ফেরদৌসী জাহান তাজিন, ডা. অমিত হাসান, ডা. জুয়েল রানা, ডা. সফিকুল ইসলাম, ডা. জুলফিকার আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধুপুরের ওই কাজী বাড়িতে দীর্ঘ ১৮ বছর ধরে প্রতি শুক্রবার দিনব্যাপী ফ্রি হোমিও চিকিৎসা দেয়া হয়। কাজীবাড়ির বৈঠকখানার একটি ঘরে স্থানীয় ও আশপাশের সাধারণ রোগীদের মাঝে এ সেবা দেন হোমিও ডাক্তার বিনয় বিশ্বাস।