নন্দীগ্রামে জুয়ার আসর ভেঙ্গে দিলেন চেয়ারম্যান, জুয়ার সরঞ্জামসহ তিন মোটর সাইকেল উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম জুয়ার আসর ভেঙ্গে দিলেন থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। জুয়ার আসর থেকে জুয়াড়িদের তিন’টি মোটর সাইকেলসহ জুয়া খেলার সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের গুলিয়া-পারশুনের পারঘাটএলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন খবরে জানতে পারি ইউনিয়নের গুলিয়া-পারশুন এলাকায় প্যান্ডেল টানিয়ে জুয়া খেলা হচ্ছে। এরপর এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই জুয়াড়–রা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে জুয়াড়িদের তিন’ টি মোটর সাইকেলসহ জুয়া খেলার সরঞ্জামদি উদ্ধার করা হয়।

পরে উক্ত মালামাল গুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বলেন, জুয়া খেলার সরঞ্জামদিসহ মোটর সাইকেল জব্দ করা হয়েছে। জুয়াড়–দের গ্রেফতারের চেষ্টা চলছে।