নরসিংদীতে গ্যাস অফিসের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলায় শিবপুর উপজেলার কামারটেক বাসষ্টেন্ড গ্যাস অফিসের সামনে দুপুর ১২ টায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় ১ জন ব্যাক্তির প্রাণহানী ঘটেছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। আজ ০১ আগষ্ট রোজ বুধবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- সাবিনুননেসা (৩৮)। আহতরা হলেন- তাসলিমা (২২), হাসেন উদ্দিন (৩২)। গ্রাম পর্যায়ে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর তাদের অবস্থা বেশি গুরুতর না হওয়ায় বাড়িতে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে তাদের বাড়িতে পাঠানো হয়।

তাদের স্বজনেরা জানান, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কামারটেক বাসষ্ট্যন্ডে আসলে হটাৎ তিতাস পরিবহণ টি আমাদেও গাড়ির উপর উঠিয়ে দেয়। নরসিংদী শিবপুর থানার পুলিশ নিহত সাবিনুননেসার (৩৮) মৃত্যুর কথা নিশ্চিত করেছে। হাইওয়ে পুলিশ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা লাসটি উদ্ধার করি এবং রাস্তার যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেই।

দুর্ঘটনার পর তিতাস পরিবণের চালক গাড়ি নিয়ে পালিয়েছেন। অপর দিকে মাইক্রোবাসের চালককে দ্রুত হসপিটালে নেয়ার প্রস্তুতি চলতেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।