নাটোরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ১৬

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকামরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় যাত্রীবাহি বাস শ্যামলী পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহনের চালক নিহত। এ ঘটনায় আহত হয়েছে বাসের ১৬ জন যাত্রী। সোমবার (১৩ আগস্ট) সকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত চালক কুষ্টিয়া সদর উপজেলার বাড়ীয়া গ্রামের সৈকত আলীর ছেলে আজাদ (৩৮)। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি সামসুর নুর জানান, সকালে নয়াবাজার এলাকায় শ্যামলী (ঢাকা মেট্রো ব ১৪-৫৮৪৩) ও কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২৩-৫৪১৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ীর ড্রাইভারসহ কমপক্ষে ১৬ জন আহত হয়।

নাটোর ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক শ্যামলী পরিবহনের ড্রাইভারকে মৃত ঘোষনা করে।

এছাড়াও আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় সকাল ৫টা থেকে সারে ৯টা পর্যন্ত হাটিকামরুল মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল।