নাটোরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রমে র‌্যাবের সথে বন্দুক যুদ্ধে কাবিল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। র‌্যাবের দাবী হিত ব্যক্তি জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলো। নিহত কাবিল বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার শহিদুল্লাহর ছেলে।

মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের কমিউনিটি ক্লিনিক এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, র‌্যাব-৫ এর নিয়মিত টহলের অংশ হিসেবে একটি টহল দল ডিউটি পালনকালে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া গোল চত্তরে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া হইতে মৌখাড়া যাওয়ার পাকা রাস্তায় মহিষভাঙ্গা গ্রামস্থ রাস্তার উত্তরে মহিষভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে।

অতপর রাত্রি, আনুমানিক ১২টার দিকে র‌্যাবের টহল দল বড়াইগ্রাম উপজেলার মহিষাভাঙ্গা ক্লিনিকের কাছে পৌছালে রাস্তার উপর এক টি মোটর সাইকেলসহ কিছু লোকের আনাগোনা দেখা যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল যোগে দুই জন আরোহী দ্রুত পালিয়ে যায়। অপর ৩-৪ জন ব্যক্তিকে র‌্যাবের টহল দল নিজেদের পরিচয় দিয়ে আত্মমর্পনের নির্দেশ দিলে তারা মহিষভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে এবং এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে।

উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং দলের অপর সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল হতে একটি ৭.৬৫ মিঃ মিঃ লোহার তৈরী বিদেশী পিস্তল, দুই রাউন্ড পিস্তলের তাজা গুলি, গুলির এক টি খালি খোসা,এক টি পিস্তলের ম্যাগাজিন, দুইশত আশি পিস ইয়াবা ট্যাবলেট, নগদ সাতশত পঁয়তাল্লিশ টাকা উদ্ধার করা হয়। মেজর শিবলী মোস্তফা আরোও বলেন, কাবিলের বিরুদ্ধেবড়াইগ্রাম ও লালপুর থানায় মাদক ও চোরাচালান সহ ১২ টি মামলা রয়েছে। সে নাটোর জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।