পুলিশের খাতায় পলাতক: অথচ আসামী প্রকাশ্যে চেয়ারম্যানের সাথে: চট্টগ্রাম ব্যুরো

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ধারায় দন্ডিত আসামী ও মানহানি মামলার পলাতক আসামী জেল না খেটেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আসামী। শুধু তা-ই নয়, দ- মাথায় নিয়ে তিনি রীতিমতো স্থানীয় শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যেই। অথচ পুলিশের চোখে পলাতক তিনি। এমন চা ল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীতে।

জানা যায়, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ খায়ের আহমেদ এর পুত্র মোঃ বাহাদুর (২৬) প্রকাশ বাহাদুর খাঁনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নামে অশ্লীল তথ্য প্রচারের অভিযোগে আইসিটি অ্যাক্টের-৫৭ ধারায় মামলা করেছেন কালারপোল স্কুলের প্রধান শিক্ষক।

গত ২৯মে ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) আদালতে (সাইবার ট্রাইব্যুনাল মামলা নং-৮৮/১৮ইং) এজাহার দেন। পরে কর্ণফুলী থানায় জিআর মামলা নং ৫৮/৩৬১ নথীভুক্ত হয়। এমনকি একই ব্যক্তির বিরুদ্ধে মানহানি মামলাও রয়েছে। এদিকে এসব মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশের চোখে পলাতক তিনি। যেন দেখেও দেখছেনা পুলিশ।

সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী সরকার দলীয় চেয়ারম্যান ও রাজনৈতিক মহলের ছত্রছায়ায় তিনি গ্রেফতার এড়িয়ে কর্ণফুলী থানার পার্শ্ববর্তী ইউনিয়ন শিকলবাহা প্রাণকেন্দ্রে প্রকাশ্যে ঘুরছেন। তথ্য পাওয়া যায়, দুই মামলার আসামী হয়েও গত কয়েকদিন যাবত (ছবিতে) স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সাথে শিকলবাহা ৩নং ওয়ার্ডের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করতে দেখা যায় আসামীকে।

এমনকি প্রায়ই সময় দাওয়াত ও সামাজিক-সাংস্কৃতিক সরকারি অনুষ্ঠানেরও হাজির হচ্ছেন প্রচলিন আইনের তোয়াক্কা না করে। মোঃ বাহাদুর খাঁন শিকলবাহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ডান হাত হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে। যদিও কর্ণফুলী থানা পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তথ্য দেন।