ফটিকছড়িতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এম. ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম): সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপটারের উদ্যোগে “জঙ্গীবাদ বিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশ ১৩ আগষ্ট সোমবার সকালে নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল (এম.এ) মাদ্রাসা হল রুমে অনুষ্টিত হয়।

সুচিন্তা চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাষ্টার সেলিম উদ্দীনের স ালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম, তোহিদুল আলম বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র ধর্মকে অপব্যাখ্যা করে কেউ যাতে বিভ্রান্ত ছড়িয়ে উগ্রতা ও জঙ্গীবাদ ছড়াতে না পারে সেই জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যের শুরুতেই সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী ফটিকছড়ির বিশিষ্ট পীর আওলিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেন। মাদ্রাসা শিক্ষক-ওলামা সহ মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আসুন আমরা ইসলাম ধর্মের যে মূলবানী পরম সহিষ্ণুতা ও শান্তির বানী সেটিকে সাধারন জনগনের মাঝে ছড়িয়ে দেই।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, জেলা আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা তরীকত ফেডারেশন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ, সাবেক ছাত্রনেতা জাবেদুল আযম মাসুদ, মীর মোরশেদ, সুচিন্তা সংগঠনের বিভাগীয় যুগ্ম সমন্বয়কারী আবু হাসনাত চৌধুরী, ডাঃ হোসেন আহমদ, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আহসান হাবীব, আরবী প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান ও নাজির হাট পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক মো: হাছান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ ফজলুল করিম, নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা আনিসুর রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ইমরান রাজু, যুগ্ম সমন্বয়ক সাকিব, কার্যকরী সদস্য মাঈনুদ্দীন হাসান।