বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির দাবি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ইবি ছাত্রলীগের

ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও স্মাবকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে এ মানববন্ধন করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা হালিমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর ড. সাজ্জাদ হোসেন, ইবি থানার ওসি রতন শেখ প্রমূখ।

মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে স্মাবকলিপি প্রদান করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপিতে সরকারের কাছে তিনটি দাবি জানান ছাত্রলীগ।

দাবি গুলো হলো, বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মস্বীকৃত পলাতক খুনীদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশের মাটিতে সে সব নরপিশাচের ফাঁসি কার্যকর করতে হবে, পলাতক খুনীদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ, ইকবাল হোসাইন রুদ্র, রিজভী আহমেদ পাপন, মনজুর হাসান, ফাহিমুর রহমান সেতু, গোলাম মোস্তফা, জুবায়ের, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নূর আলম, আব্দুর রহিম, সুমনসহ কয়েক শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী।