বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরোঃ টানা বর্ষণে বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সঙ্গে রুমা-থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে বান্দরবান-থানচি সড়কের ১১ মাইল এলাকায় ব্রিজটি ভেঙে পড়লে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বর্ষণে বেইলি ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছিল। তাই ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়ে।
সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। লোকজন পায়ে হেঁটে চলাচল করছে। রুমা সড়কের লাইনম্যান মিলন দাশ জানান, ওই সড়কের বেইলি ব্রিজগুলো নড়বড়ে। ভারী বর্ষণের কারণে ব্রিজগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।

এছাড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজগুলোর লোহার পাটাতনও ভেঙে পড়েছে বহু জায়গায়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহম্মদ জানান, সেনাবাহিনীর ২০ প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম চলছিল।

সকাল থেকে প্রবল বর্ষণের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। সড়কটি চালু করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।