ভোলায় জাতীয় শোক দিবসে আলতাজের রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি: ভোলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলতাজের রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কলেজ হলরুমে এ আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু। এসময় আরো উপস্থিত ছিলেন,উক্ত প্রতিষ্ঠানের ভাইস পিন্সিপল ফেরদাউস বাহাদুর সহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ আমরা নিজের মায়ের ভাষায় কথা বলেতে পারছি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কিছু বিপদগামী দুষ্ট লোক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তোমাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি জানানতে হবে।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় আংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সহ অন্যাণ্য আতিতিথিরা।পরে ১৫ আগষ্ট ঘাতকের হাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যাণ্যদের রুহের মাখফেরাত কমানায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।