মালয়েশিয়ায় ইটে চাঁপা পড়ে ঝিকরগাছার প্রবাসীর মৃত্যু

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি: মালয়েশীয়া প্রবাসী যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের আলম (৪৫) গত ২৯ জুলাই কোয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আলম উপজেলা শংকরপুর গ্রামের খয়রাত খাঁ’র ছেলে।

স্থানীয়রা জানায়, আলম মালেশিয়ার কোয়ালামপুরে প্রায় ২০ বছর আগে সংসারে স্বচ্চালতা ফেরাতে মালেশিয়ায় পাড়ি জমান। ১০ বছর যাবত কাজ করার পর সে বাড়ীতে চলে আসে। ৫ বছর বাড়ীতে থাকার পর পরিবারে অর্থের যোগান দিতে সে আবারো মালয়েশীয়ায় যান। সেখানে যাওয়ার ৩ মাস পরে কোয়ালালামপুর শহরে একটি বিল্ডিংয়ে কাজ করার সময় উপর থেকে তার মাথায় ইট পড়ে মারাত্মক আহত হয়।

কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।সেখানে ৩ মাস ধরে তার চিকিৎসা চলে। এক পর্যায়ে চিকিৎসা চলাকালে গত ২৯ শে জুলাই তার মৃত্যুহয়। বুধবার (১লা আগষ্ট) সকালে তার লাশ গ্রামের বাড়ীতে এসে পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ঐদিন জোহর বাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফনকরা হয়েছে বলে এলাকাবাসী জানান।