লালপুরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক ও বর্ষা প্লাবিত প্লাবনভূমির পুকুরে রাজস্ব খাতের অর্থায়নে প্রায় ৪শ কেজি রুই, কাতলা ও মৃঘেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে লালপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কালি মন্দিরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার শাহা, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ আসাদুল্লাহ, লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।