শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ভ্রাম্যমান আদালতের

জয়নাল আবেদীন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে জামাল হোসেন ও খালেক হোসেন নামে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল অগ্রভূলাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালতে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় দুই জনকে ১ লক্ষ টাকা জরিমানা করে।পরে জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্তি পান।

এলাকা বাসী জানায়, দীর্ঘদিন যাবত অগ্রভূলাট গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এই দুই যুবক। এতে আশে পাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।