ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে মাছ ধরার সময় শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নওহাটা এলাকার খলিল ও সুমন নামে দুই জেলে আটক করে বিলুপ্তপ্রায় একটি ঘড়িয়াল।
শনিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্থ সেফটি হাউজের সভাপতি সাংবাদিক মামুন বিশ্বাস জানান, ঘড়িয়ালটি আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধারে ব্যার্থ হন।মামুন বিশ্বাস ঘড়িয়ালটি উদ্ধারে সহায়তা চেয়ে তার ফেসবুক ওয়ালে পোষ্ট করার পাশাপাশি বিষয়টি ঢাকা বন বিভাগকে অবগত করেন।
পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী প্রকৃত সংরক্ষন বিভাগীয় প্রধান জিল্লুর রহমান, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির,বন বিভাগের আশরাফ আলী, এনায়েতপুর থানার এ এস আই মিজান ও তার ফোর্স ও মামুন বিশ্বাস, সবাই মিলে শনিবার(২৯সেপ্টেম্বর) সন্ধার সময় শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার দূর্গম চরাঞ্চল স্থল নওহাটা থেকে উদ্ধার করে যমুনা নদী থেকে আটক বিলুপ্তপ্রায় সেই ঘড়িয়াল।
মামুন বিশ্বাস জানান ঘড়িয়ালটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষন বিভাগের দ্বায়িত্বে দিয়ে দেওয়া হয়েছে। ঘড়িয়ালটি রাজশাহী বন্যপ্রানী প্রকৃতি সংরক্ষন বিভাগের দায়িত্বে থাকবে।