আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে আজীবন সম্মাননা পদকে ভূষিত করায় মাদারীপুরে আনন্দ মিছিল ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধিঃ কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে আজীবন সম্মাননা পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে কালকিনি উপজেলা আওয়ামীলীগ।

আজ(বুধবার) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে র‌্যালী শুরুকরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে সমাবেশ অনুষ্ঠিত। এতে আওয়ামীলীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক অংশগ্রহন করে। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, যুগ্ম-সাধারন সম্পাদক মীর মামুনুর রশীদ ও রমজানপুর ইউপি চেয়্যারম্যান ইউনুছ আলি বেপারী প্রমুখ।

উল্লেখ্য গত শনিবার রাজধানীর খামারবাড়ি বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটশন চত্বরে কেআইবি’র ৬ষ্ঠ জাতীয় কনভেনশন, আন্তর্জাতিক সেমিনার, কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।