সাহিদুর রহমান,জামালপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীয় উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যলয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আলোচনা সভায় উপজেলায় বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আওয়াল খান লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউল করিম ঢালী প্রমূখ।