সাহিদুর রহমান: কবি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি গোলাম হাফিজ বকুলের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওসমান হারুনীর সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় ইসলামপুর পাটটি পাড়া মোড়ে মিডিয়া প্রেসক্লাবের কার্যালয়ে স্বরণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল লোমান, ইয়ামিন মিয়া, মশিউর রহমান টুটুল, মাহমুদুল হাসান শিহাব, হাসর আলী ও লিটন প্রমূখ।
তিনি ২০০৩ সনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামপুর পৌর এলাকার উত্তর কিসামত জাল্লা নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি জীবন চলার পথে সাংবাদিকতাসহ ছড়া, কবিতা, গল্পসহ সমাজে অনেক অবদান রেখে গেছেন।