রোকনুর জামান, রিপন কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাত তখন ৯টা। কুড়িগ্রাম স্টেডিয়ামের উন্মুক্ত কনসার্টের মঞ্চ কাঁপাতে আসছেন নগরবাউল জেমস। উপচে পড়া স্টেডিয়ামের মাঠ, চারদিকে কোলাহল। গান শোনার অপেক্ষায় বিভিন্ন বয়সের হাজারও দর্শক। মঞ্চে ওঠার সাথে সাথে ‘গুরু গুরু’ বলে গলা ফাটিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শক-শ্রোতারা।
দর্শকদেরও নিরাশ করেননি ‘গুরু’। একের পর এক মন মাতানো গানে ও মাঠ কাঁপানো বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়েছেন আনন্দের ভেলায়। শুনিয়েছেন আবেগঘন বাণী। গেয়েছেন, নেচেছেন ও নাচিয়েছেন সবাইকে। কনসার্ট দেখতে আসা জনপ্রিয় ফেসবুক গ্ৰুপ গুরু জেমসের “দুষ্টু ছেলের দল” এর কিছু মেম্বারদের সাথে কথা বলে জানা গেলো তারা অনেক অনেক খুশি হয়েছেন, আবারো তারা এই কুড়িগ্রামে তাদের “গুরু জেমসকে” দেখতে চান।
গত ২২ সেপ্টেম্বর কুড়িগ্রাম স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট – অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এই কনসার্টটি আয়োজন করে, সরাসরি লাইভ দেখাচ্ছে দেশ টিভি, উপেক্ষা করে হাজারও দর্শক-শ্রোতা গুরুর সুরের সাথে তাল মিলিয়ে নেচে গেয়ে মাতিয়ে তোলেন কুড়িগ্রামবাসীদের।