বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলায় গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩ দিন ধরে সকাল হতে রাত অবদি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন হাট-বাজার ও আ’লীগের পার্টি অফিসে গনসংযোগে ব্যস্ত সময় কাটান।
এসময় এ সাংসদ বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।