মাদারীপুর প্রতিনিধি: যুবলীগের চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরীর প্রস্তাব ২৮সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে, “জনগণের ক্ষমতায়ণ দিবস” হিসবে আওয়ামী লীগে গৃহীত হওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি বের হয়। রবিবার বিকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ভবন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ ভবনের সামনে এসে শেষ হয়।
দলীয় সূত্র জানায়, যুবলীগের চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরীর ২৮সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে “জনগণের ক্ষমতায়ণ দিবস” হিসেবে আখ্যায়িত করেন। সেই প্রস্তাব আওয়ামী লীগের গ্রহন করে। কারনে মাদারীপুরের শিবচরে উপজেলা যুবলীগ আনন্দ র্যালি বের করে। যুবলীগের নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সহ-সভাপতি সালাম তালুকদার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাদবর, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।