সাহেব, দিনাজপুর: ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের এজিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ রোকনুজ্জামান বলেন, সাড়ে ৩ বছরে ৩২ লাখ ওমেরা গ্যাস ব্যবহার করা হয়েছে। কিন্তু কোন পরিবারেই কোন দুর্ঘটনা ঘটেনি। প্রমান হয়েছে নিরাপদ ও আস্থা অর্জনে এ গ্যাস জনপ্রিয়তা লাভ করেছে।
গতকাল বুধবার দিনাজপুর গ্রীণ ভিউতে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ২০১৮ এর রিটেইলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সেলস এন্ড মার্কেটিংএর অ্যাসিস্টেন ম্যানেজার সবুজ হোসেন, এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এর জিএম জাকির হোসেন, রজব এন্ড ব্রাদার্স এক্সক্লুসিভ ডিস্টিবিউটার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রজব আলী সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের রজব এন্ড ব্রাদার্স চেয়ারম্যান রওশন আলী সরকার।
সম্মেলনে প্রায় ৭ শত খুচরা বিক্রেতা অংশ গ্রহন করেন। প্রধান অতিথি বলেন, ওমেরা গ্যাস খনিজ ও অপরিশোধিত তেল দিয়ে তৈরি। এ গ্যাস কালি হয় না ও নিরাপদ। পরিবারের মা বোনদের এ গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে হবে যেন এ গ্যাস ব্যবহার করতে গিয়ে কো দুর্ঘটনা শিকার যেন না হয়।