নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মৌসুমে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের হোম ভেন্যুতে প্রথম বারের মত খেলতে নেমে প্রায় ২০ হাজার দর্শকদের হাতশ করেননি তারা। খেলায় বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বিপের নিউ রেডিয়েন্ট স্পোর্টস ক্লাব অংশ নেয়।
ম্যাচের ১৭ মিনিটে দারুন গোল করে দলকে এগিয়ে নেন বিদেশী রিক্রুট বেলফোর্ট। এরমাত্র চার মিনিট পরেই গোল রক্ষককে বোকা বানিয়ে হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সবুজ। এবারও, গোলের নেপথ্যে ছিলেন বেলফোর্ট। তবে ম্যাচের ৪০ মিনিটে রেডিয়েন্ট একটি প্যানাল্টি পেলেও অধিনায়ক আলি ফাসির বসুন্ধরা কিংসসের জালে বল জড়াতে পারে নাই। এতে ২-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমনের ধার আরও বাড়ায় অস্কার ব্রুজনের শিষ্যরা। ৬১ মিনেটে গোল করে ব্যবধানটা তিনে নেন বদলি খেলোয়াড় ওসমান জেলো। এরমাত্র তিন মিনিট পড়েই দলের হয়ে চতুর্থ গোলটি করেন মাহববুর রহমান সুফিল। ম্যাচের অতিরিক্ত সময়ে নিউ রেডিয়েন্টের হয়ে কিপসন এথুহেইরে একটি গোল শোধ দিলেও তাতে পরিবর্তন হয়নি ম্যাচের ভাগ্য। তবে খেলায় বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে বসুন্ধরা কিংসসের খেলোয়াররা।
শেষ পর্যন্ত চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুনন্ধরা কিংস। আসন্ন প্রিমিয়ার লিগকে সামনে রেখে মৌসুমে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে মাঠে নেমছিলো বসুন্ধরা কিংস। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলো এই ম্যাচ উপভোগ করতে।