বান্দরবানের শীর্ষ সন্ত্রাসী সহ তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রিজভী রাহাত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলার বাইশারী‌তে তিন ডাকা‌তের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার ক‌রে‌ছে‌ পু‌লিশ। তারা নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ‌নিহতরা হলো- ডাকাত গ্রু‌পের প্রধান আনোয়ার প্রকাশ আনাইয়্যা, মো. হা‌মিদ ও মো. পার‌ভেজ বা‌প্পি।

বাইশারীর সাম্রা ঝি‌ড়ি এলাকার ৩নং রাবার বাগান বা‌ড়ি‌ থে‌কে রবিবার সকালে তাদের লাশ উদ্ধার ক‌রা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন‌টি একনলা বন্দুক ও একটি শটগান উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৫টার দি‌কে ৩নং রাবার বাগান বা‌ড়ি‌তে গোলাগু‌লির শব্দ শু‌নে বাগান এলাকার শ্রমিকরা বা‌ড়ির ভেত‌রে গি‌য়ে তিন ডাকা‌তের লাশ দেখ‌তে পায়। প‌রে তারা পু‌লি‌কে খবর দি‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে। ভাগভা‌টোয়ারা নি‌য়ে তা‌দের নি‌জে‌দের ম‌ধ্যে এই গোলাগুলি সংগঠিত হ‌য়ে‌ছে বলে জানান তরা।

এ বিষ‌য়ে বাইশারী ইউ‌পি‌ চেয়ারম্যান মো. আলম জানান, রাবার বাগান বা‌ড়ি‌তে ডাকা‌তের ম‌ধ্যে গোলাগু‌লি হয়। প‌রে গু‌লির শব্দ শু‌নে শ্রমিকরা গি‌য়ে তিন ডাকা‌তের লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে ঘটনাস্থল থে‌কে তিন ডাকা‌তের লাশ উদ্ধার ক‌রে।পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।