জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়নে মায়ের ভূমিকা এবং “মা” পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক এই শ্লোগানকে ধারণ করে শনিবার দুপুরে বেনাপোল ডিগ্রী কলেজ মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শতশত মা অংশগ্রহণ করেন। বেনাপোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক।
বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসা ও ডিগ্রী কলেজের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আবু সালেহ মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহায়েদ দুদু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান প্রমূখ।
কলেজ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এলাকার সূধীজন, শতশত মা, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভূমিকা রাখার আহবান জানান।