মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রদের উপর হামলা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে চরচান্দ্রা গ্রামের মজিবর মল্লিক ও তার ছেলে জুয়েল মল্লিকের নেতৃত্বে ১৫/২০ জনের একদল বহিরাগতরা চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ে ঢুকে শ্রেণী কক্ষ ও লাইব্রেরীতে ঢুকে এলোপাতাড়ী হামলা চালায়।
এতে ঘটনাস্থলে থাকা প্রায় ৩/৪জন ছাত্র আহত হয়। আর গুরুতর আহত হয় জুবায়ের হোসেন নামের ১০ম শ্রেণীর এক ছাত্র। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে ঢুকে বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, বিদ্যালয়ে ঢুকে হামলা শ্রেণীকক্ষ ও লাইব্রেরীতে হামলা এবং ছাত্রদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার কারণে মানববন্ধন করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।