লালপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর গলায় ফাঁস দিয়ে ঐশি খাতুন (১১) নামের ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ঐশি উপজেলার নেঙ্গপাড়া গ্রামের মৃত্য খাইরুল ইসলামের মেয়ে ও নেঙ্গপাড়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিলো। স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঐশির মায়ের সাথে কথা কাটা-কাটি হয়।

মায়ের উপর অভিমান করে ঐশি তার নিজ ঘরের দরজা বন্ধ করে ফাঁস দেয়। পরে ঐশির মায়ের চিকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে একটি বে-সরকারী হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিসক ঐশিকে মৃত্য ঘোষণা করেন।

পরে লালপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।