নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বরবড়িয়া গ্রামে সাপ ধরতে গিয়ে সাপের দংশনে মান্নান (৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আড়বাব ইউপি’র বরবড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মান্নন উপজেলার কেশাববাড়িয়া গ্রামের মৃত মানিক কুঁজের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত তিনি সাপ ধরা ও সাপে কামরানো রোগীর কিকিৎসা করতেন মান্নান। শনিবার বরবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে সাপ ধরতে যান মান্নান ওঝা। এসময় একটি বিষধর কুলিন সাপ ধরে মান্নান ওঝা।ওপর একটি সাপ ধরতে গেলে মান্নান ওঝার কে দংশন করে বিষধর সাপ।
পরে স্থানীয়রা মান্নান ওঝাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বানেশ্বর নামক স্থানে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় কেশাবাড়িয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।