লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ক্লাস শিক্ষকের আদেশ পালন করতে গিয়ে অপর এক শিক্ষকের লাঠিপেটার শিকার হয়েছেন শাকির আব্দুল্লাহ নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র। এনিয়ে আহত ছাত্রের বাবা মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম সিলভী‘র নামে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এর আগে সোমবার লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকের লাঠিপেটার শিকার হন ওই ছাত্র। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার বিকেল ৩ টায়‘ ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাস চলছিল। এ সময় খাতায় লিখতে গিয়ে শিক্ষার্থী শাকির আব্দুল্লাহসহ আরো কয়েকজনের হাতে কলমের কালির দাগ লেগে যায়। বিষয়টি শ্রেনী কক্ষে উপস্থিত ইংরেজি শিক্ষক শাজাহান আলী শিপনের দৃষ্টি গোচর হলে তিনি তাদেরকে বাইরে গিয়ে হাত ধুয়ে আসতে বলেন।
শিক্ষকের অনুমতি পেয়ে শাকিরসহ অন্যরা হাত ধোয়ার জন্য ২য় তলা থেকে নিচে নামতে থাকে। এ সময় হঠাৎই পেছন থেকে এসে অপর শিক্ষক রফিকুল ইসলাম সিলভী লাঠি হাতে নিয়ে শিক্ষার্থীদের মারতে উদ্যত হয়। ফলে শাকিরসহ অন্যরা দৌড়ে গিয়ে ২য় তলায় উঠে তাদের ক্লাসে রুমে প্রবেশ করে। কিন্তু রফিকুল ইসলাম সিলভীও দৌড়ে ওই শ্রেণি কক্ষে প্রবেশ করে শাকিরকে মারতে থাকে।
স্কুলছাত্র শাকির জানায়, মোটা একটি লাঠি দিয়ে তাকে পিটিয়েছে শিক্ষক রফিকুল ইসলাম সিলভী। সেকারণে ব্যাথায় তার পা ফুলে গেছে।
আহত শাকিরের বাবা ডাঃ নাবিউর রহমান বলেন, আমার ছেলে শুধু ক্লাসের ফাস্টবয় নয়, খুবই বিনয়ী একজন ছাত্র। ক্লাস শিক্ষকের আদেশ পালন করতে গিয়ে অন্য শিক্ষকের হাতে লাঠিপেটার শিকার হয়েছে আমার ছেলে। তাই এঘটনার বিচার দাবি করেন তিনি।
ঘটনার দিন ক্লাসে উপস্থিত থাকা শিক্ষক শাজাহান আলী শিপন সাংবাদিকদের বলেন, এমন একটি ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করেননি।
তবে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম সিলভীকে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেনি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ভবশংকর বর্মার সাথে কথা হলে তিনি, বিষয়টি ‘তদন্ত করে ব্যবস্থা নিবেন’ বলে সাংবাদিককে জানিয়েছেন।
বিদ্যালয়টিয়ের সভাপতি লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, শিক্ষার্থীর অভিভাবকের দেয়া অভিযোগটি তিনি এখনো দেখেননি। দেখে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।