বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ আগামী জাতীয় একাদশ নির্বাচনের আর কয়েক মাস বাকী রয়েছে। এর মধ্যেই এ নির্বাচনের হাওয়া বইছে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায়। এ নির্বাচন কে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠছে উপজেলা আ’লীগ। প্রতিদিন বিকাল ও সন্ধ্যায় আ’লীগের অঙ্গ সংগঠন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল কে নিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে রাখছে এ উপজেলা কে।
সূত্রমতে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২/৩ মাস বাকী রয়েছে। সব কিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই তফসিল ঘোষনা করা হবে। ইতিমধ্যে দৈনিক যুগান্তর সহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ভোলা-২ আসনে আলী আজম মুকুল সহ ভোলার ৪টি আসনে বর্তমান চার এমপি’র নমিনেশন বহাল রাখার খবর প্রকাশিত হয়। বিশেষ করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নমিনেশনের খবরে বোরহানউদ্দিন-দৌলতখান আ’লীগের নেতাকর্মীরা উৎফুল্ল্য হয়ে গত ১ সপ্তাহ ধরে প্রতিদিন বিকাল ও সন্ধ্যায় জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলছে পৌর এলাকা সহ গুরুত্বপূর্ণ বাজারে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় এমপি আলী আজম মুকুল এলাকায় আসায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নৌকা মার্কার মিছিল করেন উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ। এতে করে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করেন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার তৃণমূল আ’লীগ। বিভিন্ন বাজার ও এলাকায় উঠান বৈঠক ও পথ সভায় দর্লীয় নেতাকর্মীদের কাছে সরকারের নেয়া নানা উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল কে ২য় বারের মত নির্বাচিত করে প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা স্বরুপ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরোও বলেন, বর্তমান এমপি’র কর্মকান্ডে তৃণমূল আ’লীগ এতটাই শৃঙ্খলাবদ্ধ যাহা স্বাধীনতা পরতবর্তীতে এতটা ঐক্যবদ্ধ ছিল না।