হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মিজানুর রহমান সোহেল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার পইল নাজিরপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ওই মহিলা নাজিরপুর গ্রামের সৌদি প্রবাসী সঞ্জব আলীর স্ত্রী সাজেরা খাতুন (৫০)। তার মুখে কাপড় গোঁজা রয়েছে বলেও জানা গেছে। স্থানীয়রা জানান, সঞ্জব আলী ও তার ছেলে সৈয়দ মিয়া সৌদি আরবে থাকেন। দুই মেয়েও বিয়ে দিয়েছেন। ছেলের বউ পপি আক্তারকে নিয়ে সাজেরা খাতুন বাড়িতে থাকেন।

রোববার পপি পার্শ্ববর্তী শরিফপুর গ্রামে বাবার বাড়ি যান। তখন থেকে তিনি একাই বাড়িতে থাকছেন। শনিবার তার মেয়ে পাশের বাড়ির শফিক মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারকে ফোন করে জানায় তার মা ফোন ধরছেন না। পরে রেজিয়া এগিয়ে গিয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান সাজেরা খাতুনের দেহ খাটে এবং পা মাটিতে।

খবর পেয়ে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনাস্থলে যান। তিনি থানায় খবর দিয়ে সদর থানার ওসি (অপারেশন) প্রজিৎ কুমার দাশের নেতৃত্বে এসআই সাহিদ ও পলাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।