‘আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’

ইবি প্রতিনিধি: ‘আত্তহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আত্তহত্যা প্রতিরোধ দিবস- ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড ডেভেলপমেন্ট ভ্যালুস সেন্টার’র ইবির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের সামনে থেকে এক আত্মহত্যা প্রতিরোধে দিবসের র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ শেষে আল-ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের সদস্য মারুফ ওহাবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এলএডিভিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম, এ্যাসোসিয়েট প্রফেসর মো: আনোয়ারুল ওহাব, এ্যাসিসটেন্ট প্রফেসর আলতাফ হোসেন, এ্যাসিসটেন্ট প্রফেসর মো: আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর মোছা: শাম্মী আক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার শাহিদা আক্তার আশা, লেকচারার বিলাসী সাহা, ইবিসাসের সহ-সভাপতি ও এলএভিডিসির উপদেষ্টা সদস্য কে এম মাহ্ফুজুর রহমান মিশু, নূর আলম, মোমিনুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধ করতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তিনবছর অবাি ত কারণে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যা করছেন। বিভিন্ন সভা, সেমিনার, কাউন্সিলিং এর মাধ্যমে আত্তহত্যা প্রতিরোধ করা সম্ভব বলে বক্তারা আশা ব্যক্ত করেন।