এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এ এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজতি হয়েছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।২৬ সেপ্টেম্বর ইউনিভার্সিটি এর বনানী ক্যাম্পাসে আয়োজতি এই অনুষ্ঠানে গুলশান কর্মাস কলজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপার্চায প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে সৎ, দক্ষ ও মেধাবী নতেৃত্ব তরৈি করার লক্ষ্যে কাজ করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যার ফলশ্রুততিে একজন শিক্ষার্থী নিজেকে চেনার মাধ্যমে বাংলাদেশ ও সারাবিশ^কে নেতৃত্ব দিতে পারবে।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর রেজিস্টার ব্রি. জে. মো আসাদুজ্জামান সুবহানী (অব.), স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান, এস.এম. আরিফুজ্জামান, গুলশান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল এম. এ. মোনায়েম ও আইসিটি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম।