কুড়িগ্রামে নারীর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

রোকনুর জামান রিপন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নারীর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ,মোকাবেলা কৌশলপত্র প্রণনয়ন,দিক নির্দেশনা এবং কর্ম পরিকল্পনা নির্ধারণের জন্য আ লিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও মহিদেব যুব সমাজ কল্যাণের আয়োজনে মতবিনিময় সভা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সোমাদত্ত্ব, মহিদেবের উপ-পরিচালক অমল কুমার মজুমদার, প্রজেক্ট সমন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।