খাগড়াছড়িতে কমিউনিটি সার্পোট কমিটির আলোচনা সভা সৃজনশীল লক্ষ নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কমিউনিটি সার্পোট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন মো: শাহ আলম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা, সুশীল সমাজ প্রতিনিধি সুর্দশন দত্ত, গাইনী কনসালটেন ডা.জয়া চাকমা, জেলা ব্র্যাক প্রতিনিধি মো: হুমায়ুন কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়।

চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সার্পোট কমিটির আয়োজিত সভায় ডা. নয়নময় ত্রিপুরা হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের সেবা, নানা সেবামূখী উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা, বর্তমান সময়ে পাল্টে যেতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন চিত্র। হাসপাতালের পূর্বের তুলনায় পরিবশগত ও চিকিৎসার ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মেয়র রফিকুল আলম বলেন, সকলের আন্তরিকতা থাকলে গতানুগতিক নয় সৃজনশীল লক্ষ নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব। এ জন্য প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। বর্তমানে হাসপাতাল ব্যবস্থাপনা ব্যাপক পরিবর্তন হয়েছে উল্লেখ করে মেয়র চিকিৎসা খাতে সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সকল ডাক্তারদের সেবামূখী হয়ে কাজ করার বিষয়ে পরমর্শ দিয়ে খাগড়াছড়ি সিভিল সার্জন শাহ আলম বলেন, কিছু কিছু প্রতিবন্ধকতা দুর করা গেলে খাগড়াছড়ি হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি পাবে। সে সাথে রোগীদের সাথে ভাল ব্যবহার নিশ্চিত করে সেবা প্রদান করলে সেবা গ্রহীতারা খুশি হবে এবং চিকিৎসার মানও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।