খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালী

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি উপপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ি বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র‍্যালীটি শাপলা চত্ত্বর ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও পর্যটন আহবায়ক নিগার সুলতানার সভাপতিত্বে র‍্যালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার আহমেদ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সিভিল সার্জন মো: শাহ আলম, জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, পর্যটন মোটেরের ইউনিট ব্যবস্থাপক ইদ্রিস তালুকদার, খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো প্রমূখ।