চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে – ইঞ্জিঃ মোয়াজ্জেম হোসেন

মো.আশিকুর রহমান টুটুল.নাটোর প্রতিনিধি: মহাজোট সরকারের সাফল্য ও উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলের মানুষের মাঝে গণসংযোগ করেছেন নাটোর-১ আসনের জাসদ মনোনিত মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিঃ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং চরাঞ্চলের সুবিধা বিরত মানুষের মৌলিক অধিকার জীবন মান উন্নয়নে ছেলে মেয়েদের লেখাপড়া নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অসুস্থ মা-বোনদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি মহাজোট সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরেন ও আগামী একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী কে নির্বাচিত করার আহ্বান জানান। শনিবার (০৮ সেপ্টেম্বর) দলীয় নেতা কর্মীদের নিয়ে লালপুর উপজেলার পলাশির চরে তৃণমূল পর্যায়ের মানুষদের মাঝে গণসংযোগ কালে মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিঃ মোয়াজ্জেম হোসেন এই সকল কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুব-জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মূসা, জাসদ নেতা আ:হালিম প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।