চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান , ফেন্সিডিল ও সুতা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা ও জীবননগর থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও কারেন্ট জালের সুতা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মালামালর আনুমানিক মূল্য ২৫লক্ষ ৫০হাজার ৫শত টাকা। শুক্রবার এই মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার দুপুর ২টার দিক গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলা সদরের পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ৭১৫ কেজি কারেন্ট জালের সুতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ দুই হাজার পাঁচশত টাকা।

একই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পেট্রল পাম্পের নিকট পাকা রাস্তার উপর থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য আটচল্লিশ হাজার টাকা।