টেকনাফে বিজিবি’র অভিযানে ১,৫০,০০,০০০ টাকা মূল্যমানের ৫০,০০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সাবরাং ইউপিস্থ নয়াপাড়া বাজার হতে পূর্ব দিকে রাস্তার পার্শ্বে ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ১৯০০ ঘটিকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্টে কর্মরত নায়েক মোঃ রকিবুল হাসান এর নেতৃত্বে একটি টহলদল মোটর সাইকেলযোগে নয়াপাড়া এলাকায় গমন করে। বর্ণিত এলাকায় পৌঁছার পর কিছুদূরে দুইজন লোককে দেখতে পেয়ে দাড়াঁনোর জন্য সংকেত দেয়। এমতাবস্থায় তারা রাস্তা থেকে নেমে পার্শ্ববর্তী গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে।

একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে জংগলাকীর্ণ এলাকা দিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া প্যাকেটটি খুলে গণনা করে ১,৫০,০০,০০০/ টাকা মূল্যমানের ৫০,০০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।