ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুনাইদ কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠাকুরগাঁওয়ের ভেলাজান উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ওই বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বাংলাদেশে সরকার ১লা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণেই। এ সরকার বাংলাদেশে উন্নত করার জন্যই ক্ষমতায় এসেছে এবং সে লক্ষ্যে কাজ করেই যাচ্ছে।

ভেলাজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনসারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী। এছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান মো: আইয়ুব আলী প্রমুখ।

উলেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে ভেলাজান উচ্চ বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ সম্পন্ন করা হবে। এতে অনেক শিক্ষার্থী ওই বিদ্যালয়ে পাঠদানের সুযোগ পাবেন।