নদীতে প্রবল স্রোত ভাঙন ঝুঁকিতে মানিকগঞ্জ

এম আজাদ হোসেন, মানকিগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নাধীন ধুলন্ডি পেঁচারকান্দা হাট সংলগ্ন ধলেশ্বরী নদীর প্রবল স্রোতে ধসে যাচ্ছে উত্তর পার্শ্বে সেতু সংযোগ সড়ক। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন না করলে সেতু সহ সংযোগ স্থলের পাকা সড়ক, আশে পাশের বাড়ী ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

সরজমিনে গিয়ে দেখাযায়, সড়কের ভেঙ্গে যাওয়া অংশ হুহু করে ভাটির দিকে যাচ্ছে। রাস্তা-ব্রীজের গোড়ার মাটি ধসে পরা অংশ দেখতে ভীর করছে শত শত মানুষ। এমতঅবস্থায় দিশেহারা হয়ে পড়েছে সেতু দিয়ে চলাচল কারি পেঁচারকান্দা, চরকোশুন্ডা, সড়কঘাটা, আশাপুর, সিংজুরী, কামারজাগী, বালিয়াবাধা, কাশিমপুর সহ অনন্ত বিশ গ্রামের মানুষ। হাজারও মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা।

বহু প্রতিক্ষার পর গত ৩০/০৩/২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধীদপ্তর কর্তৃক ১,৯৫,১,৮৫১ টাকা ব্যায়ে ১০০.১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হয়। সেতুটি ভাঙনের হাত থেকে রক্ষা করতে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে স্থানীয় বীরমুক্তীযোদ্ধা আব্দুল সামাদ, আ’লীগ নেতা সাঈদ হাসান মুকুল, ইউপি সদস্য আলমগীর হোসেন ও কিরন সংকর জানান, গত বছর থেকে এ ভাঙন শুরু হয়। এবারও পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেতুর গোড়ার মাটি ভাঙ্গতে শুরু করে। ভাঙনের বিষয়ে আমরা উপজেলা প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়েছি। দ্রুত এ ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে সেতুটি নদী গর্ভে চলে যাবে।

প্রায় ২০টি গ্রামের জনসাধারনের শহরে প্রবেশের একটি মাত্র সড়ক। প্রতিদিন স্কুল, কলেজ, হাট বাজার, কৃষক, চাকরিজীবি, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষ যাতায়ত করে থাকে। এ ব্যাপারে ঘিওর উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান জানান, স্থানীয়দের কাছথেকে আমরা ভাঙ্গনের খবর পেয়েছি। যতদ্রুত সম্ভব ভাঙ্গন রোধে ব্যবস্থা নেব।