নন্দীগ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের পারশুন গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অব্দুল মতিন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান। এসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।