নীলফামারীতে আন্তর্জাতিক শান্তি দিবসে সাইকেল র‌্যালী

শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধি: “শান্তি সকল মানুষের অধিকার” এ শ্লোগানে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সাইকেল র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়াষ্কুর সেবা সংস্থা (ইউএসএস), একশন ফর ইম্প্যাক্ট প্রজেক্ট অনুষ্ঠানের আয়োজন করে।

ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারে অবস্থিত ইউএসএস কার্যালয়ের সামনে থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে বউবাজার, থানা রোড, বোতলগঞ্জ বাজার, চিলাহাটি চৌরাস্তা হয়ে ডাক বাংলো মাঠে এসে শেষ হয়।

সংগঠনের দুই শতাধিক সদস্য সাইকেল নিয়ে র‌্যালিতে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা এসএম হাবীব মর্তুজা, সানমুন কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল আজাদুল হক প্রামানিক, সমাজ সেবক আতাউর রহমান, একশন ফর ইম্প্যাক্ট প্রজেক্টের সমন্বয়কারী মুক্তা রাণী রায় উপস্থিত ছিলেন। পরে ডাক বাংলো মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।