পদ্মা সেতুর পাড়ে শিক্ষা ও স্বাস্থ্য নগরী বাস্তবায়নে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার

মাদারীপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু দ্রুত বাস্তবায়ন হচ্ছে। পদ্মা সেতুকে ঘিরে পদ্মা পাড়ে অর্থ্যাৎ মাদারীপুরের শিবচরে শিক্ষা ও স্বাস্থ্য নগরী বাস্তবায়নে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।

আইসিটি ইনষ্টিটিউট এন্ড হাইটেক পার্ক, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের আইসিটি ক্যাম্পাস, আইএইচ টি, নার্সিং ইনষ্টিটিউট, জুট ইনষ্টিটিউট, ট্রমা সেন্টারসহ নানান মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। আজ দুপুরে মাদারীপুরের শিবচরে হাজী বাছের উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক এদিন ভেন্নাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনসহ ৬টি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক আরো বলেন, শীঘ্রই ১৯ শ কোটি টাকা ব্যয়ে তাতপল্লী নির্মান কাজ শুরু হবে। তাতপল্লী সম্পন্ন হলে এ এলাকার অর্থনৈতিক গতি আরো অনেক বেড়ে যাবে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘে মায়া কান্না করে, লবিষ্ট নিয়োগ করে কোন লাভ হবে না। যথাসময়ে সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কে আসবে না আসবে এটা তাদের ব্যাপার। নির্বাচন থেমে থাকবে না।