পশ্চিম ইসলামপুরে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সাড়ে ৩ শতাধিক ঘরবাড়ি বিলীন, খোলা আকাশের নিচে অর্ধাহারে যমুনাবাসীর দিনাতিপাত

সাহিদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার ডানতীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় ১ মাস যাবত ভাঙ্গনে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া, বরুল ও শীলদহ গ্রামে প্রায় সাড়ে ৩ শতাধিক ঘরবাড়ি নদীতে ইতিমধ্যে বিলীন হয়েছে। বাড়তি পানির তীব্র মন্নিয়া, বরুল, শীলদহ গ্রাম প্রায় বিলীনের পথে। নদীভাঙনে ভিটামাটি হারিয়ে ৩ গ্রামের কয়েক’শ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

জানাগেছে, এবার বন্যার সাথে পাল্লা দিয়ে যমুনার পশ্চিমপাড়ে ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। গ্রামগুলোর প্রায় সাড়ে তিন শতাধিক পবিরার ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। অসহায় পরিবারগুলো গৃহপালিত প্রাণী, বৃদ্ধা ও শিশুসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে খোলা আকাশের নীচে চরম কষ্টের মধ্যে রয়েছে।

মন্নিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত তাজেম আলী, হায়দর আলী মোল্লা, রজব আলী, হযরত আলী, ঝরু শেখ, আবেদ আলী, নুন্দু, আনার আলী জানায়, তারা সরকারি বা বেসরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা পায়নি। বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, এ বছর বন্যা মওসুমে বেলগাছা ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় সাড়ে ৩ শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। তিনি ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় দাখিল করেছেন।

এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, চেয়ারম্যান লিখিভভাবে নদীভাঙ্গণের সংবাদ জানিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা দাখিল করেছেন। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারে মধ্যে ঢেউটিনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।